আন্তর্জাতিকতথ্য প্রযুক্তিফিচার

মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও শেনজেনভুক্ত দেশ ভ্রমণে মিলবে সৌদির অন অ্যারাইভাল ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন দেশে ভ্রমণের জন্য সৌদি ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা শেনজেন দেশে যাওয়া বাংলাদেশিদের আগমনের সময় সৌদি ভিসা দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ মে) দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ বছর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশ থেকে হজের রাজকীয় অতিথিদের বিদায় জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, প্রযুক্তির সহায়তায় হজযাত্রীদের যাত্রা সহজ করা হয়েছে। সারা বিশ্বে রোড টু মক্কা উদ্যোগের অংশ হিসেবে সাতটি দেশের হজযাত্রীদের সৌদি অংশও তাদের দেশে পাড়ি জমাচ্ছে। টানা চতুর্থবারের মতো বাংলাদেশিরাও এ সুবিধা পাচ্ছেন। অর্থাৎ সৌদি আরবে যাওয়ার পর কাউকে বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের লাগেজও সরাসরি গন্তব্যে পাঠানো হয়।

উল্লেখ্য, এ বছর সৌদি বাদশার অতিথি হিসেবে বিভিন্ন পেশার ৪০ জন বাংলাদেশি হজে যাবেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজার মানুষ এ সুযোগ পান। রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আগতদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে দূতাবাসের কূটনীতিক ও ধর্ম বিষয়ক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker