চান্দিনা

আজ চান্দিনার আব্দুস ছালাম কাউন্সিলর তার নিজ ওয়ার্ডে বয়স্ক ভাতা প্রধান করেন।

আজ চান্দিনার আব্দুস ছালাম কাউন্সিলর তার নিজ ওয়ার্ডে বয়স্ক ভাতা প্রধান করেন।

নিউজ ডেক্সঃ

কুমিল্লা চান্দিনা পৌরসভার  আবদুস ছালাম কাউন্সিলর এর নিজ ওয়ার্ডে বয়স্ক পুরুষ এবং মহিলাদের ভাতা প্রধান করেন,উক্ত ভাতা দেওয়ার পর এক অনুভূতি প্রকাশ করে বলেন,সত্যিই আজ আমার মা বাবার কথা মনে পরে গেলো,তিনি সম্মানিত জনগনের কাছে তার মা বাবার জন্য দোয়া চান। 

সফল আবদুস সালাম কাউন্সিলর সর্বদা সৎ ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে সেবা দিয়ে আসছেন,তার ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চোখে পরার মত,এবং উক্ত ওয়ার্ডে অনেকঅংশে বিভিন্ন অপরাধ কমে এসেছে কারণ তার নিরলস পরিশ্রমের কারণে এমনটি জনসাধারণের সাথে কথা বলে যানা যায়। 

আবদুস সালাম কাউন্সিলর একজন বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের সৈনিক এবং চান্দিনা উন্নয়নের কারিগর চান্দিনার অহংকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের বিশ্বস্থ ভ্যানগার্ড,বর্তমানে কাউন্সিলর হিসাবে জনগনের দুঃখে সুখে সর্বদা নিজেকে নিয়োজিত করে রেখেছেন,বর্তমান তার জনপ্রিয়তা ঈর্ষানীয় তাহার তূলনায় সে নিজেই।তিনি সবাইর দোয়া ও সমর্থন চান। 

 

 

আবদুস সালাম কাউন্সিলর

তাহার ফেইসবুকে হুবহুব তূলে ধরা হল পাঠকদের জন্য। 

 

আজ আমার নিজ ওয়ার্ডের বয়স্ক ভাতা প্রধান কালে আমার মা বাবার কথা মনে পরে কত দিন মা বাবা কে দেখিনা😥😥😥সবায় আমার মা বাবার জন্য দোয়া করবেন

 

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker