খেলাধুলা

ওয়েস্ট হ্যামকে হারিয়ে ম্যানসিটির ইতিহাস

ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে টানা চতুর্থ শিরোপা জিতবে ম্যানচেস্টার সিটি। খেলা শেষ হওয়ার পরপরই আর্সেনালের হোম স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ করা হয়। এমন সূত্র ধরেই ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে জোসেপ গার্দিওলার ছাত্ররা। ম্যানচেস্টার সিটিও আর্সেনালকে বিপর্যস্ত করে টানা চতুর্থ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে।

রবিবার (২৯ মে) সন্ধ্যায় ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হ্যামকে আয়োজক করেছে। খেলার শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় জোসেপ গার্দিওলার দল। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গতি বাড়াতে হয়নি ঘরের দলকে। দ্বিতীয় মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় সিটি। অগ্রসর হওয়ার পর, নাগরিকরা তাদের আক্রমণ অব্যাহত রাখে। ওয়েস্ট হ্যাম প্রতিটি আক্রমণে পয়েন্ট খুঁজছিল।

খেলার 18 তম মিনিটে, ইংল্যান্ডের স্ট্রাইকার ফিল ফোডেন তার দলের গোল এবং তার দ্বিতীয় গোলটি স্ট্যান্ডে উদযাপনের তরঙ্গ সৃষ্টি করে। ৪২তম মিনিটে মোহাম্মদ কোডাসের দুর্দান্ত হেডারে ওয়েস্ট হ্যাম ব্যবধান ২-১ করে। সিটিজেনরা ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নাগরিকরা একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৫৯ মিনিটে শেষ স্কোর ৩-১ করেন রদ্রি। এরপর খেলায় ফেরার চেষ্টা করে ওয়েস্ট হ্যাম। ৮৮তম মিনিটে একটি গোলও করেন তিনি। কিন্তু ভিএআর তাদের কপাল পুড়েছে। শেষ পর্যন্ত অন্য কোনো দল গোল করতে না পারলে ৩-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এদিকে ঘরের মাঠে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে, গানাররা তাদের খেলায় ম্যান সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker