World Trending Newsআন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের খবর

তেহরান, 20 মে, 2024 (বাস): ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে। কিন্তু “জীবনের কোন চিহ্ন নেই।” সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

রোববার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রায় 15 ঘন্টা পরে, টেলিভিশন জানিয়েছে যে হেলিকপ্টারটি পাওয়া গেছে, কিন্তু এর যাত্রীদের মধ্যে বেঁচে থাকার কোন চিহ্ন নেই।

এর আগে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেছিলেন যে বিধ্বস্ত হেলিকপ্টারটি পাওয়া গেছে। অবস্থা খুব একটা ভালো না। পিরহোসেন বলেন, রাইসির হেলিকপ্টার পাওয়া গেছে। আমরা হেলিকপ্টারের দিকে যাচ্ছি। অবস্থা খুব একটা ভালো না।

উল্লেখ্য, আজারবাইজানের সীমান্ত এলাকায় উভয় দেশের যৌথভাবে নির্মিত বাঁধের উদ্বোধন করতে রোববার সেখানে গিয়েছিলেন ইব্রাহিম রাইসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেখান থেকে ইব্রাহিম রাইসি ও অন্যান্য কর্মকর্তারা তিনটি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরে আসেন।

কিন্তু প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফিন অঞ্চলের কাছে একটি দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। দুর্ঘটনার পরপরই ৭৩টি উদ্ধারকারী দল কাজ শুরু করে। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি জনগণকে শুধুমাত্র রাষ্ট্রীয় টেলিভিশনের খবর শোনার জন্য এবং বিদেশী চ্যানেলে না শোনার আহ্বান জানিয়েছেন।

ইব্রাহিম রাইসি 2021 সাল থেকে ইরানের রাষ্ট্রপতি ছিলেন। তার স্থলাভিষিক্ত হন মধ্যপন্থী হাসান রুহানি।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন: “দেশের কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটবে না।”

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker