
রাজনীতি হলো জনগনকে সেবা দেয়ার সর্বোচ্চ কার্যকর এক হাতিয়ার। তাই রাজনীতিকে বলা হয় শিল্প।
এই জনপদে রাজনীতির এক অবিসম্বাদিত ব্যাক্তিত্ব হলেন অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।
যিনি সুদীর্ঘ ৫৫ বছর এই জনপদে দীপ্তিময় এক কীর্তিমান পুরুষ। তাঁর নামে কোন অভিযোগ তথা কোন মামলা নেই। তার শত্রুরা ও কখন ও তাকে অভিযুক্ত করতে পারেনি।
আওয়ামীলীগ এর রাজনীতিতে যে কজন জাতীয় ব্যাক্তিত্ব এ রকম খ্যাতি নিয়ে টিকে আছেন তাদের মধ্যে তিনি অন্যতম।
তাই গর্বের সাথে বলা যায়-রাজনীতি যদি শিল্প হয়, সে শিল্পের আদর্শ হচ্ছেন অধ্যাপক মোঃ আলী আশরাফ।আমি তার সুস্থ্যতা কামনা করি।