অপরাধচান্দিনা

চান্দিনার জোয়াগে হাওলাত টাকা চাইতে গিয়ে হামলার শিকার মোঃ হাসান,থানায় অভিযোগ।

চান্দিনার জোয়াগে হাওলাত টাকা চাইতে গিয়ে হামলার শিকার মোঃ হাসান,থানায় অভিযোগ।

নিউজ ডেক্সঃ

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া মোঃ হাসান পিতা সেকান্দর আলী বিগত ৮ মাস আগে তারই প্রতিবেশী মোঃ হেলাল পিতা মৃত আঃ জলিল এক মাসে পরিশোধ করবে এই মর্মে ৩৬০০০০ টাকা হাওলাত নেয়,এক মাস যাওয়ার পরে হাওলাত টাকা চাইতে গেলে বিভিন্ন তালবাহানা শুরু করতে করতে ৮ মাস হয়ে যায় পাওনা পরিশোধ করেনা গত ২২/৪/২৪ তারিখ সকাল ১০ টায় বাড়ির রাস্তার সামনে মোঃ হেলাল কে পেয়ে মোঃ হাসান টাকা পরিশোধ করতে বলে এতে ক্ষীপ্ত হয়ে মোঃ হেলাল দৌড়ে বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোঃ হাসান কে এলোপাতাড়ি কোপাতে থাকে এতে ঘটনাস্থলে হাসান লুটে পরে,স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা হাসপাতালে প্রেরণ করে তার অবস্থা আশংকাজনক। দ্রত ৯৯৯ কল দিয়ে প্রশাসন কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা এই সমস্যা তারা সমাধান করবে বলে তারা দায়িত্ব নেন,এরই ধারাবাহিকতা গতকাল রাতে মিমাংসার জন্য বাদী বিবাদী নিয়ে বৈঠক হয় এতে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিশস্ত সূত্রে জানা যায়,হামলাকারী গত কালকের বিচার না মেনে আবারও প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে মোঃ হাসান তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন,
সরেজমিনে তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়।
এই নেক্কারজনক ঘঠনায় চান্দিনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ভুক্তভোগীর একটাই চাওয়া তাদের আইনের আওতায় এনে পাওনা টাকা উদ্ধার সহ কঠিন শাস্তির দাবী জানান।

বিস্তারিত আসছে,,,,,,

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker