চান্দিনাজাতীয়জেলার খবর

চান্দিনা যুবকল্যাণ সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রেজাউল

চান্দিনা যুবকল্যাণ সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রেজাউল

ডা. এ এইচ এম জাকির হোসেন সিকদার এবং এস এম রেজাউল করিম। ছবি : সংগৃহীত

ঢাকাস্থ চান্দিনা যুবকল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এ এইচ এম জাকির হোসেন সিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম রেজাউল করিম।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টন্থ একটি রেস্টেুরেন্টে সমিতির পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে সর্বসম্মতিক্রমে এই নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

সমিতির নির্বাচিত সহ সভাপতিরা হলেন, অ্যাডভোকেট নেয়ামুল আনাম বিশ্বাস, ড. জাকির হোসেন, মাহবুব আলম, অধ্যাপক ডা. আনিসুর রহমান, আ ন ম কামরুজ্জামান ভুঁইয়া মানিক, নূরুল ইসলাম তুহিন, কে এম জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, হুমায়ুন কবীর. ড. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, শাহীন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট নেয়ামুল আনাম বিশ্বাস, আমীর হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন এইচ এম কামাল উদ্দিন, কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন সাদেকুর রহমান।

নতুন কমিটি ঘোষণা করেন রংপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, এস এম ওদুদ মাহমুদী প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker