চান্দিনা
চান্দিনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

চান্দিনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের নগরকান্দা গ্রাম ও বরকরই ইউনিয়নের বরকরই গ্রামের ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।
সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল সহায়তা প্রদান করেন।
জানা যায়, গত শুক্রবার প্রবল ঝড়ে ওই দুই গ্রামের ১৬ টি পরিবারের বসত ঘরসহ রান্না ও গোয়াল ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিতে নগরকান্দা ও বরকরই গ্রামে যান স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েলসহ স্থানীয় ওয়ার্ড সদস্য অন্যান্য নেতৃবৃন্দ।





