আন্তর্জাতিক

ডলারের ভবিষ্যৎ দাম নির্ধারণে নতুন নিয়ম

ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সর্বোচ্চ হারও বেঁধে দিয়েছে। নতুন নিয়মে ব্যাংকগুলো এক বছর পর ডলারের দাম বর্তমানের চেয়ে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

বর্তমানে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে ‘স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল’ হিসেবে। বাংলাদেশ ব্যাংক প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দেয়। গত জুলাই মাসে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। এর পরের মাস আগস্টে বেড়ে ৭ দশমিক ১৪ শতাংশ হয়। আগস্টের মতো চলতি সেপ্টেম্বরেও স্মার্ট রেট অপরিবর্তিত রয়েছে।

আমদানিতে ডলারের দাম ১১০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। ভবিষ্যতের জন্য এখন কেউ ডলারের বুকিং দিয়ে রাখলে এক বছর পর স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা পরিশোধ করতে হবে। আর মাসভিত্তিক দাম হলে তা মাস হিসাবেই কমে আসবে।

অন্যদিকে চলতি মাস থেকে পণ্য বা সেবা খাতের রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করছে। এর আগে রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের দর ছিল যথাক্রমে ১০৯ টাকা এবং ১০৮ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ঘোষণার চেয়ে বেশি দামে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করায় বেসরকারি খাতের ১০টি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করার প্রক্রিয়া শুরু করেছে। বেশি দামে ডলার বিক্রির জন্য এসব ব্যাংকের ট্রেজারি প্রধানরা দায় এড়াতে পারেন না বলে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker