অপরাধ
সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়াছে জেলেদের জালে।

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়াছে জেলেদের জালে। তাইতো চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। ছবি : স্টার মেইল