খেলাধুলা

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত ম্যাচের আগেই দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। সোমবার সকালেই দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন মুশফিক। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

কন্যা সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে মুশফিক লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker