তথ্য প্রযুক্তি

থার্ড পার্টি প্রিন্টার ড্রাইভার সাপোর্ট বন্ধ হচ্ছে উইন্ডোজে

উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে কোনো কমতি রাখতে রাজি নয়। সম্প্রতি তারা জানিয়েছে, উইন্ডোজ ১১ তে থার্ড পার্টি কোনো প্রিন্টার ড্রাইভার আর সাপোর্ট করবে না।

মাইক্রোসফট শুধু আইপিপি ক্লাস ড্রাইভার ও মপ্রিয়া কমপ্লায়েন্ট প্রিন্টার ডিভাইসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারবে। অবশ্য উইন্ডোজ ১০ ভার্সন টু ওয়ান এইচ টু-তে দেখা গেছে। এই সুবিধা থাকায় ম্যানুফ্যাকচারারকে আর আলাদা একটি প্রিন্টার ড্রাইভার তৈরি করে দিতে হবে না। ব্যবহারকারীদের জন্য এটি বিরাট সুখবর তো বটেই।

মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে প্রিন্টারের কাস্টমাইজেশনের নানা সুযোগ অবশ্য ব্যবহারকারীরা হারাচ্ছেন না। প্রিন্টার কোম্পানিগুলোকে মপ্রিয়া কমপ্লায়েন্স প্রিন্টার ড্রাইভারের সঙ্গে মিল রেখে এখন প্রিন্টারের অনলাইন কানেকটিভিটি নিয়ন্ত্রণ করতে হবে। আর তাদের এই কমপ্লায়েন্স অর্জনের জন্য হার্ডওয়ার ল্যাব কিটের অনুমোদন নিতে হবে।

ফার্স্ট পার্টি ড্রাইভার থাকার কিছু সুবিধা তো রয়েছেই। প্রিন্টার বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর প্রিন্টার ব্যবহার করার ক্ষেত্রে এখন সহজেই সেটআপ জরুরি। সেক্ষেত্রে উইন্ডোজেরই ফার্স্ট পার্টি ড্রাইভার থাকায় সহজে ও দ্রুত প্রিন্টার সেটাপ করে ফেলা যাবে। সেটি একটি ভালো পরিবর্তন। যদিও অনেকে বিরক্ত কারণ এখনও উইন্ডোজ ১১ ইন্সটল করার জন্য মাইক্রোসফট বারবার তাগাদা দিয়ে যাচ্ছে।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker