খেলাধুলা

ফ্রি-কিকে মেসির জাদুকরী গোল

বুয়েন্স এইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির জাদুকরী এক ফ্রি-কিকে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে এই জয় পায় দলটি। ম্যাচটির প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। সহজ গোল মিস করেন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনাকে রুখে দেওয়ার কাজ এগিয়ে নিচ্ছিলেন ইকুয়েডরের ফুটবলাররা। খবর স্পোর্টিং নিউজ, দ্য অ্যাথলেটিকের।

ইকুয়েডরের একের পর এক গোলে শট নিয়ে ক্রমাগত যখন ব্যর্থ আলবিসেলেস্তেরা, ম্যাচের ঠিক ৭৮ মিনিটেই ত্রাতা হয়ে সামনে এলেন মেসি। বক্সের ঠিক বাইরের মাঝখান থেকে দিলেন জাদুকরী ফ্রি-কিক। বোকা বনে গেলেন ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেজ।

তিনি বক্সের ঠিক বাইরের মাঝ থেকে জাদুকরী ফ্রি কিক নিয়ে বোকা বানান ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেজকে। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপ জয়ীরা। এই জয়ের ফলে নতুন বিশ্বকাপ মিশন শুরু করেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার জয় ছোট হলেও শেষ পর্যন্ত মাঠের কর্তৃত্ব তাদের হাতেই ছিল। ঘরের মাঠে ৭১ শতাংশ পজিশন রেখেছে। গোলে শট নিয়েছে মোট ১৩টি। কিন্তু মার্টিনেজ-গঞ্জালেসদের ভুলে বড় হয়নি দলের জয়।

এদিন আর্জেন্টিনার জার্সিতে ১০৪ গোল করার পথে লিওনেল মেসি দারুণ একটি গোলের রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে লুইস সুয়ারেজের সমান ২৯ গোল করেছেন তিনি। যা দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker