Live TV Channelsলাইফস্টাইল
কিডনির ক্যান্সারের উপসর্গ

কিডনির ক্যান্সারের উপসর্গ
কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে সেটা ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। একটি কিডনি বিকল হলেও অন্যটি দিয়ে কাজ চলতে থাকায় সহজেই কিডনির সমস্যা ধরা পড়ে না। কিডনিতে ক্যান্সার হলেও তা বুঝতে সময় লাগে। শরীরে কিছু উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে। পেটে ব্যথা, অনবরত বমি, শরীরে পানি জমা, নাক-মাড়ি থেকে রক্ত ঝরা, খুব ক্লান্তি ভাব-অস্থিরতা, লিভার বড় হয়ে যাওয়া, রক্তে হিমাটোক্রিট বেড়ে যাওয়া ও রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা দ্রুত কমতে থাকা। -প্লাটিলেট বা অণুচক্রিকা ৫০ হাজার/মিলিমিটার কিউবের নিচে নামা।
চলুন জেনে নিই কোন কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।
১. প্রস্রাবের সঙ্গে রক্তপাত হলে সতর্ক হতে হবে। প্রস্রাবের সঙ্গে রক্ত, ব্যথা হওয়া কিডনিতে ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে। কারো কারো জ্বর আসে এবং বেশি ঘাম হয়।
৫. অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়াও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।