খেলাধুলা

ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

হার দিয়ে এশিয়া কাপে সুপার ফোরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আর তাই ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

হার দিয়ে এশিয়া কাপে সুপার ফোরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আর তাই ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক সাকিব আল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুর ব্যাটিংকে দায়ী করে টাইগার অধিনায়ক বলেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।’

সাকিব আরও বলেন, ‘এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’

সাকিব বলেন, ‘আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি’।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker