অপরাধচান্দিনা

চান্দিনার বিভিন্ন এলাকায় লকডাউনের নামে গ্রামে প্রবেশের পথ বন্ধ করছে স্থানীয়রা

চান্দিনার বিভিন্ন এলাকায় লকডাউনের নামে গ্রামে প্রবেশের পথ বন্ধ করছে স্থানীয়রা

 মো. আবদুল বাতেন।।চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউনের নামে গ্রামে প্রবেশের পথ বন্ধ করা হচ্ছে। অতিউৎসাহী তরুণ ও স্থানীয় গুটি কয়েকজন ব্যক্তি এধরনের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে রাস্তা বন্ধ করে দেওয়ায় জরুরী প্রয়োজনে কোন প্রকার যানবাহনও চলাচল করতে পারছে না। মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে।

জানা যায়, বুধবার (৮ এপ্রিল) চান্দিনা পৌরসভার হারং মিয়াজী বাড়ির প্রবেশ পথে বাঁশ ও গাছের ডালা দিয়ে বেড়িকেড দেয় যুবকরা। একই দিন মাইজখার ইউনিয়নের বল্লারচর গ্রামে প্রবেশের রাস্তা বন্ধ করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার কেরনখাল ইউনিয়নের নুড়িতলা গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়িকেড সৃষ্টি করা হয়। মাইজখার ইউনিয়নের রসুলপুর, জিরুআইশ, চান্দিনা পৌর এলাকার পশ্চিম বেলাশ^র হাড়িখোলা, কেরনখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া, হাড়িখোলা মাজারসহ বিভিন্ন এলাকায় একই ভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল বলেন- এভাবে লকডাউনের কোন নিয়ম নেই। এতে মানুষের ভোগান্তি বাড়ে। প্রয়োজন হলে উপজেলা প্রশাসন গিয়ে কোন এলাকা বা বাড়ি লকডাউন করবে।

সূত্র সিএইচ নিউজ

Close