ফিচার
কবিতাঃ অন্ধকার ছুঁয়েই ভালো আছি, কলমেঃ মেহেদী হাসান রনি

কবিতাঃ অন্ধকার ছুঁয়েই ভালো আছি, কলমেঃ মেহেদী হাসান রনি
এই অন্ধকার ছুঁয়েই খুব ভালো আছি
অতি আলোকে আয়নায় ভেসে ওঠে ক্লেদাক্ত মুখ
চেনা অচেনায় এই বীভৎসতা একে দেয়
যন্ত্রনার ছবিমুখ,ভয় হয়, কেঁপে ওঠে বুক
বেড়ে যায় হৃদের শীতল স্পন্দন
শরীর শুধু বয়ে নিয়ে যায় একরাশ ঘিনঘিনে শ্লেষ,
গন্ধময় অভিজাত এক আপার্থিব ঘৃনা
চারিদিকে শুধ লালসার লোভি চোখ
যৌন ক্ষিধের এক উন্মত্ত আয়োজন
মানুষের শরীরি বেশে এরা কারা?
কোন জন্মান্তরে জারজাত সন্তান
কেড়ে নেয় শৈশব জীবন বিদ্ধ করে অভিশাপ
ঘুম এলে তাপসেরা ফিরে আসে, প্রশ্ন করে
কতোটুকুই বা ছিলো অপরাধ শুধু প্রতিবাদে
একটু শিক্ষা,একটু ভালোবাসা, একটু সচ্ছলতা
শুধুই ওটুকু নিয়ে চলতে চেয়েছি পথ
না হলাম ডাক্তার,ইঞ্জিনিয়ার, নিদেন শিক্ষক
ভালো মানুষ হতে চাওয়া অপরাধ ছিলো কি খুব!
ব্যথা দেয় চোখ ভরে আসে জল,
বেঁচে থাকার কতো আকুতি বৃদ্ধ আর বৃদ্ধার
শেষকালে সে কিনা আশ্রয় দিয়েছে বৃদ্ধাবাস
ক্ষমা করো আমায় নিয়না ফিরায়ে………..তবুও
বলেতো যাবই, দু’হাতের আজলে পুর্নতায় জল হাতে
নিচ্ছি প্রত্যাশায় প্রতিশ্রুতির যাপন
তবে দাও দাও ফিরিয়ে আমার পূর্ণতা
জীব হয়ে জীবনের পাশে পাশে চলো পথ
বেঁচে থাকার অপূর্ণ স্বাদ নিয়ে যাই ঘ্রান
এইতো আমাদের বেঁচে থাকা
এইতো আমাদের সমকাল যাপন
অনন্ত ভাবলেশ প্রেম, ভালোবাসার অচিন ছবিঘর
এইতো আমাদের বিবশ নীরবতা
সময়ের অন্তহীন অভিশাপ যাপন।