Live TV Channelsঅর্থনীতি

হঠাৎ করে তেঁতুলবিচির আমদানি বাড়ছে কেন

২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৭ হাজার টন তেঁতুলবিচি আমদানি করা হয়েছে, যা এর আগের ২০২১-২২ অর্থবছরের ১০ হাজার টনের চেয়ে ৭০ শতাংশ বেশি।

এক যুগ আগেও আমদানি পণ্যের তালিকায় ছিল না তেঁতুলের বিচি। রপ্তানিকারক দেশগুলোতেও এটির তেমন কদর ছিল না। একপর্যায়ে মশার কয়েল তৈরি বা পাটপণ্য প্রক্রিয়াজাতকরণে তেঁতুলবিচির ব্যবহার শুরু হলে আমদানির তালিকায় স্থান পায় এটি। তবে হঠাৎ করে গত ২০২২-২৩ অর্থবছরে দেশে পণ্যটির আমদানি খুব বেড়ে যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, গত অর্থবছরে (২০২২-২৩) ১৬ হাজার ৮৬৮ টন তেঁতুলবিচি আমদানি হয়েছে। এর আগের ২০২১-২২ অর্থবছরে আমদানি করা হয়েছিল ৯ হাজার ৯৩২ টন; অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker