অপরাধ

চান্দিনায় ভয়াবহ রাত কাটালো বড়ইয়া কৃষ্ণপুর গ্রামবাসী; ডাকাতের কুপে আহত ১১ জন

চান্দিনায় ভয়াবহ রাত কাটালো বড়ইয়া কৃষ্ণপুর গ্রামবাসী;
ডাকাতের কুপে আহত ১১ জন

ডাকাত আতঙ্ক আর ডাকাতের এলোপাতারি কুপে দুর্বিষহ এক রাত কাটালো কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামবাসী। বুধবার (১৪ জুন) দিবাগত রাতের দুঃসহ মুহূর্ত মনে হলে শিউরে উঠেন আহতরা। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্ত চিৎকার শুনে ডাকাতদের যারাই ধাওয়া করেছেন তারাই রামদা, ছুরির কুপে আহত হয়েছেন।

এমন দুর্বিষহ ঘটনায় আহত হয়েছেন বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের ১১ জন নারী-পুরুষ। আহতরা হলেন- ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম (৭০) তার স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মৃত মজিবুর রহমান এর ছেলে আবদুর রহমান (৩১), মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মৃত ছিফাত উল্লাহ্র ছেলে রবিউল্লাহ্ (৪৫), মৃত আবদুল মান্নান এর ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মৃত আমিন উদ্দিন প্রধান এর ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মৃত মজিবুর রহমান এর স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধান এর ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধান এর ছেলে আলমগীর হোসেন (২৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমান কে গৌরীপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসকরা।

সরেজমিনে ক্ষতিগ্রস্থ মো. শাহ আলম প্রধান ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৪ জুন) রাত আনুমানিক আড়াইটায় বিল্ডিং করা বাড়ির পেছন দিক থেকে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতদল। ২০-২৫ জনের শর্ট প্যান্ট পরিহিত ও মুখোশধারী ডাকাতদল তাদের পরিবারের সদস্যদের এলোপাতারি কুপিয়ে যখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৪ হাজার টাকা, ১টি মোবাইল, স্বর্ণের কানের দুল ও আংটি লুট করে।

এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থদের আর্তচিৎকারে গ্রামের অন্যান্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। এছাড়া কয়েকজন রাস্তায় ডাকাতদের আটকের চেষ্টা করলে তাদের সবাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দল।

ওই গ্রামের শাহাদাত সহ এলাকাবাসী বলেন- ‘আমরা কখনো এমন বর্বর ঘটনা দেখিনি।’ এলাকাবাসী ওই ঘটনার সুষ্ঠু বিচার এবং ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker