শিক্ষাঙ্গন
চান্দিনায় বীর বিক্রম এম.এ মালেক স্কুল এন্ড কলেজে দোয়ানুষ্ঠান

চান্দিনায় বীর বিক্রম এম.এ মালেক স্কুল এন্ড কলেজে দোয়ানুষ্ঠান
।। মো. শরীফুল ইসলাম।।
চান্দিনা উপজেলা সদরের ছায়কোটে প্রতিষ্ঠিত বীর বিক্রম এম.এ মালেক স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের দোয়ার উদ্দেশ্যে বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান হয়।
বুধবার (২২ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদ সভাপতি মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ওই দোয়ানুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জনি, প্রধান শিক্ষক সুধাংশু কুমার নন্দী, আবদুল ওহাব মাস্টার, মো. আবদুর রব, আবদুল জব্বার, মো. মোবারক হোসেন, আবদুল লতিফ, মো. সুন্দর আলী, মোসলেম উদ্দিন প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওলানা সিরাজুল ইসলাম রেজভী। পরে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়। এসময় শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।





