আন্তর্জাতিকজাতীয়
করোনা মহামারীকাল আরও দেড়-দুই বছর থাকবে- মার্কিন গবেষণা

করোনা মহামারীকাল আরও দেড়-দুই বছর থাকবে- মার্কিন গবেষণাকরোনাভাইরাস বিশ্বজুড়ে আরও অন্তত দেড় থেকে দুই বছর সক্রিয় থাকতে পারে বলে ধারণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।বিশ্বের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের মধ্যে সংক্রমিত হয়ে ‘হার্ড ইমিউনিটি’ অর্জনের পরেই প্রাণঘাতী ভাইরাসটি অকার্যকর হতে শুরু করবে, বলছেন তারা।আগের মহামারীগুলো নিয়ে হওয়া গবেষণার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ অ্যান্ড রিসার্চ পলিসি (সিআইডিআরআইপি) বৃহস্পতিবার নতুন করোনাভাইরাসের স্থায়ীত্বকাল নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে।





