অপরাধ

কু‌মিল্লায় গু‌লিভ‌র্তি বি‌দেশী পিস্তলসহ ২সন্ত্রাসী‌ ডিবির হাতে গ্রেপ্তার

কু‌মিল্লায় গু‌লিভ‌র্তি বি‌দেশী পিস্তলসহ ২সন্ত্রাসী‌ ডিবির হাতে গ্রেপ্তার

 

সোমবার (৯ জানুয়া‌রি) দুপু‌রে জেলা গো‌য়েন্দা (‌ডি‌বি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া বি‌পিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডি‌বি পুলিশ সোমবার সকা‌ল  ১০টায় জেলা সদ‌রের সাতরা চম্পকনগর প‌শ্চিমপাড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী শামী‌মের বা‌ড়ি‌তে অভিযান চালিয়ে তারঁ ঘ‌রের সো‌কে‌ইসের ড্রয়ারে প‌লি‌থি‌নে মোড়া এক‌টি সচল ৭.৬৫ বি‌দেশী পিস্তল ২‌টি ম‌্যাগ‌জিন ও এক‌টি ম‌্যাগ‌জি‌নে ৮রাউন্ড গু‌লি ভ‌র্তি অস্ত্র জব্দ ক‌রে।

 

এর আ‌গে শাসনগাছা  থে‌কে অস্ত্রধারী সন্ত্রাসী আলী হাসান রিয়াদ‌কে আটক ক‌রে।‌রিয়াদ‌কে জিজ্ঞাসাবা‌দে শাসনগাছা ক‌পি হাউজ থে‌কে শামীম‌কে আটক ক‌রে ডি‌বিপু‌লিশ আটককৃতরা হলো সদর উপ‌জেলার শিমপুর গ্রামের ম‌ফিজুল ইসলা‌মের ছে‌লে আলী হাসান রিয়াদ (২৯) ও তারঁ সহযোগী সাতরা চম্পকনগর পশ্চিম পাড়ার আলী আহম্মদের‌ ছে‌লে মোঃ শামীম (২৮)।

 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রা‌জেশ বড়ুয়া জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে কু‌মিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হ‌য়ে‌ছে । অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সনাক্ত করণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডি‌বি পু‌লি‌শের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker