শিক্ষাঙ্গন

চান্দিনায় কেরণখাল স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনায় কেরণখাল স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনায় কেরণখাল স্কুল এন্ড কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (৭ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে গত বছরের এইচএসসি পরীক্ষায় এবং এবছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- কেরণখাল স্কুল এন্ড কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূইয়া। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা পল্লী উন্নয়ন সমবায় বোর্ড এর হিসাব রক্ষক মো. নুরুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রভাষক মো. আবু হানিফ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বীরমুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিন, কেরনখাল স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক মো. আবুল খায়ের, জহিরুল ইসলাম, শিক্ষক নাজমুল হাসান, শিক্ষার্থী তানিয়া আক্তার, মিনহাজ উদ্দিন পান্না প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker