রাজনীতি
আসুন আমরা আপনারা সব ভেদাভেদ ভূলে নৌকাকে বিজয় করি“মোঃ কামাল মেম্বার।

আসুন আমরা আপনারা সব ভেদাভেদ ভূলে নৌকাকে বিজয় করি“মোঃ কামাল মেম্বার।
কুমিল্লা(০৭)চান্দিনা উপজেলায় আসছে জাতীয় সংসদ নির্বাচনে গন মানুষের নেতা,চান্দিনা উন্নয়নের কারিগর,সৎ,নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,চান্দিনা মানুষ যাকে দুঃখে সুখে পায়,চান্দিনা আওয়ামীলীগের প্রাণ পুরুষ,সাবেক ডেফুটি স্পিকার জাতীয় সংসদ,সফল পাঁচ বারের এমপি,আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়’ই পাচ্ছেন চান্দিনার নৌকার প্রতীক পেলেন,ইনশাআল্লাহ জয় হবেই এমনটি মনে প্রাণে আস্থা ও বিশ্বাসের সাথে অভিমত ব্যাক্ত করেন,চান্দিনা উপজেলার কৃতী সন্তান,সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,যুব সমাজের অহংকার,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,দোল্লাই নবাবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক ও সভাপতি ৬৮ নং রাণীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডিলার বাংলাদেশ সরকারের হত দরিদ্র অত্র ইউনিয়ন এবং বর্তমান ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ কামাল হোসেন।
আসুন সবাই এক হয়ে নৌকাকে বিজয় করি। এবং চান্দিনা কে উন্নয়নের জোয়ারে মেতে উঠুক,উন্নয়নের মার্কা নৌকা মার্কা।