চান্দিনাতথ্য প্রযুক্তি

‘”হ্যালো ছাত্রলীগ ৮ম দিন””কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।

‘”হ্যালো ছাত্রলীগ ৮ম দিন””

প্রতিদিন অসংখ্য ফোন রিসিভ করে ঠিকানা রেজিস্ট্রার হচ্ছে। দ্রুততম সময়ের মাঝে তুলনামূলক পরিসংখ্যানের মাধ্যমে সর্বাধিক দুর্দশাপন্ন পরিবার বসতবাড়ীতে রাতের মাঝেই পৌছে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় ত্রান সামগ্রী। এভাবে প্রতিদিন শুধুমাত্র ফোনকলের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 20হতে25টি পরিবারে ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।

আমরা জানি প্রয়োজনের তুলনায় এটা খুবই অপ্রতুল। আমাদের সক্ষমতাও অত্যন্ত সীমাবদ্ধ। তারপরও যতদিন রবে প্রান, গেয়ে যাবো মানবতার গান।

যদি আপনার কিছুর প্রয়োজন হয়, যদি স্বেচ্ছাসেবী হতে চান, যদি আমাদের টিমে আসতে চান অথবা যদি আমাদের সাথে মানুষের কষ্টের ভাগ নিতে চান তবে ‘হ্যালো ছাত্রলীগ’ আপনার জন্যই।

কল করুন।যে কোন পরিস্থিতিতে আমরা আপনার পাশে।

এম.আবু কাউসার অনিক।

সভাপতি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker