চান্দিনা

কুমিল্লা-৭ আসন ৩৮ বছর ধরে এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে।জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আলী আশরাফ।

 

কুমিল্লা-৭ আসন ৩৮ বছর ধরে এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে।জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আলী আশরাফ।

 

  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে অধ্যাপক মোঃ আলী আশরাফ ও

ডঃ রেদোয়ান আহমেদ নির্বাচনের মাঠে ৩৮ বছর ধরে

একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে

রেদোয়ান চারবার ও আলী আশরাফ চারবার জয়ী

হয়েছেন। এবার সংসদ নির্বাচনেও তাঁরা লড়াইয়ে আছেন।

রেদোয়ান বিভিন্ন সময় বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও

এলডিপির হয়ে নির্বাচন করেছেন। এবার তিনি এলডিপি থেকে

বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে

আলী আশরাফ বরাবরই আওয়ামী লীগ থেকে ভোট

করছেন। রেদোয়ান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও

আলী আশরাফ ডেপুটি স্পিকার ছিলেন।

এবার আওয়ামী লীগে কোন্দলের কারণে আলী

আশরাফের এবং বিএনপির নেতা-কর্মীদের অনীহার

কারণে রেদোয়ানের জন্য নির্বাচনে জেতা চ্যালেঞ্জিং

হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই দুই

নেতা তা মনে করছেন না।

তবে এলডিপির চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক মো.

আতিকুর রহমান বলেন, ভোটের রাজনীতিতে

রেদোয়ান আহমেদ চান্দিনায় বড় ফ্যাক্টর। নির্বাচনে

জেতার সব কৌশল ও জনসমর্থন তাঁর আছে।

উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

মহিউদ্দিন আলম বলেন, ‘আশরাফ ভাই এই আসনের মাটি ও

মানুষের নেতা। তিনি ১৯৭০ সাল থেকে নির্বাচন করছেন।

চান্দিনার উন্নয়ন করেছেন। উত্তর জেলা আওয়ামী

লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আদর্শ নিয়ে রাজনীতি

করেন। নৌকার কাছে সব ম্লান হয়ে যাবে। আওয়ামী লীগ ও বিএনপির ছয়জন নেতা বলেন, এই

আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন

উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

প্রাণ গোপাল দত্ত। তিনি মনোনয়ন না পাওয়ার পর দলের

একাংশের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েন।

 

ডঃপ্রাণ গোপাল দত্ত এলাকায় এসে নেতা-কর্মীদের

নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।ইতিমধ্যে উপজেলা ছাত্রলীগ মাঠে কাজ করছেন তারা নৌকার বিজয় করে ঘরে ফিরবেন বলে জানায় চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দীন

অপরদিকে

রেদোয়ান আহমেদ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে

মামলা দেন। উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি ও বর্তমান

সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও মামলা করেন তিনি।

জানতে চাইলে রেদোয়ান আহমেদ বলেন, ‘চান্দিনায় যাঁরা

বিএনপি করেন, তাঁদের ৮০ ভাগই আমার তৈরি কর্মী। তাঁরা

প্রত্যেকেই জোটের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে

আমার সঙ্গেই আছেন।’

অধ্যাপক আলী আশরাফ বলেন, ‘চান্দিনা উপজেলা ও পৌর আওয়ামী

লীগ এবং এর সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদের (ইউপি)

চেয়ারম্যান ও সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে

আছেন। আমার সঙ্গেই আছেন। জনগণ নৌকার পক্ষে রায়

দেবেন।’ইনশাআল্লাহ

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker