অপরাধ
ড্রেজারে মাটি উত্তলনে বিলীন হচ্ছে ফসলের জমি অতিষ্ঠ জোয়াগের মানুষ,

ড্রেজারে মাটি উত্তলনে বিলীন হচ্ছে ফসলের জমি অতিষ্ঠ জোয়াগের মানুষ,
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আলমগীর হোসেন।

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ফসলের জমি বিলীন হওয়ার উৎসবে মেতেছেন অসাধু ড্রেজার ব্যাবসায়ীরা,পার না ভেদে ই চলছে মাটি উত্তলনের মহা উৎসব, জোয়াগের মানুষ আশংকা প্রকাশ করেন এমন ভাবে চলতে থাকলে সামনে ১ বছর পর বিলীন হয়ে যাবে ফসলের জমি এমতবস্থায় স্থানীয় জন প্রতিনিধি ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও চান্দিনা থানা অফিসার ইনচার্জ মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন এবং আহবান করেন জরুরি ভিত্তিতে এসব অবৈধ ড্রেজার দিয়ে মাটি খেকোদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করুক।





