রাজনীতি
‘চান্দিনার জনগণ সন্ত্রাসীদের বয়কট করবে’- অধ্যাপক আলী আশরাফ

‘চান্দিনার জনগণ সন্ত্রাসীদের বয়কট করবে’- অধ্যাপক আলী আশরাফ
ডঃ মোঃ কাউসার আহমেদ
চান্দিনার এতবারপুরে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ বলেন- ‘যে প্রার্থী জনসভায় দেড় হাতের লাঠি বানাতে বলে, সে জনগণের সেবক হতে পারে না। সে সন্ত্রাসী। জনগণ সন্ত্রাসীদের বয়কট করবে।’
তিনি আরও বলেন- ‘উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগে ভোট দিন।’
সভায় এতবারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল মালেক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
ছাত্রলীগ নেতা মো. আবু তালেব এর সঞ্চালনায় অন্যদের মধ্য বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতা শওকত হোসেন ভুইয়া, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, এতবারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একেএম মামুনুর রশিদ আবু চেয়ারম্যান, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি হারুনুর রশিদ, এতবারপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আকতার হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু ইউসুফ প্রমুখ।