অপরাধ

পুলিশি অভিযানে ০৫ জুয়াড়ি আটক; তাস ও নগদ টাকা উদ্ধার

ভোলায় পুলিশি অভিযানে ০৫ জুয়াড়ি আটক; তাস ও নগদ টাকা উদ্ধার

 

অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়ন হইতে জুয়া খেলারত অবস্থায়  ০৫ জন জুয়াড়িকে তাস ও নগদ টাকা সহ আটক করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ।

 

অদ্য শুক্রবার ১৯ আগস্ট ২০২২ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) রুবেল রহমান, এএসআই (নিঃ) আহসান কবির, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনাকালে ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ  চর ছিফলী সাকিনে শাহাবুদ্দিনের দোকানের সামনে হইতে ১। আনোয়ার(৩২), ২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), ৩। মোঃ শাহাবুদ্দিন (৪০), ৪। মোঃ রফিক (৫০), ৫। মোঃ হানিফ, সর্ব সাং-চর ছিফলী ০৩নং ওয়ার্ড, চরসামাইয়া ইউনিয়ন, থানা ও জেলা- ভোলাদের ১সেট তাস ও জুয়া খেলার নগদ ৬২৫/- টাকা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker