জাতীয়

হত্যায় জড়িত সন্দেহে ৩ জন আসামীকে গ্রেফতার

গত ১৯ মে ২০২০ তাং রাত ৯ ঘটিকার সময় RMP এর দামকুড়া থানার টেংরামারী গ্রামে সুফিয়া বেগম(৫৫) নামে একজন মহিলাকে  অজ্ঞাতনামা ব্যক্তিরা  তার নিজ ঘরে গলা কেটে জবাই করে।ফলে দামকুড়া থানার মামলা নং ৯ তাং ২০/৫/২০ ধারা ৩০২ রজু হয়।সিআইডি ছায়া তদন্ত করে।থানা পুলিস তদন্ত কালে সিআইডি মেট্রো মামলাটি নিয়ন্ত্রণ নিয়ে তদন্ত শুরু করে।হত্যায় জড়িত সন্দেহে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।আই/ও গ্রেফতারকৃত ৩ জন আসামীর রিমান্ডের আবেদন করে। কোর্ট শুনানী অন্তে গত ১৭/৬/২০ তাং ৩ জন আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।সিআইডি দলের জিজ্ঞাসাবাদে আসামী স্বরন মিয়া প্রথমে হত্যাকান্ডে ব্যবহ্নত ছোরাটি তার খামারের ঘর থেকে এবং নিজ বাসায় ১টি সোনার চেইন,২টি কানের দুল, ২০০০/ টাকা তার ঘরের আল্মারীর উপর থেকে আসামির দেখানো  মতে সিআইডি উদ্ধার করে।মালামাল সনাক্ত হয়।

 

অদ্য ২২ জুন ২০ তাং আসামি স্বরন মিয়া নিজেকে জড়িত করে আদালতে কার্যবিধি ১৬৪ ধারাতে  জবানবন্দি প্রদান করে।ব্যবসায় লস হওয়ায় এবং ভিক্টিমের বাসায় টাকা পাওয়া যাবে ভেবে চুরি করতে গিয়ে এই হত্যাকান্ড হয়েছে।

Close