চান্দিনা

চান্দিনায় ২৫ জনের নমুনা সংগ্রহ

চান্দিনায় ২৫ জনের নমুনা সংগ্রহ

চান্দিনায় করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্তদের পরিবারের সদস্যসহ ২৫ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধ ও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই দিনে যথাক্রমে ৭জন ও ১৮ জনের নমুনা সংগ্রহ করে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ প্রেরণ করা হয়।

এব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, বুধবার করোনা আক্রান্ত ল্যাব টেকনেশিয়ান মেয়েটির (১৯) এতবারপুরের বাড়ি থেকে তার পরিবারের সদস্য সহ ৬ জনের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ১জন রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার করোনা আক্রান্ত ডাক্তার (২৭), এক্স-রে টেকনেশিয়ান পুরুষ (৩৬) এবং করোনায় আক্রান্ত আরও একজন পুরুষ (৫০) এর পরিবারের সদস্য সহ লকডাউন করা তিনটি ভবনে বসবাসকারীদের মধ্যে ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।

Close