চান্দিনাজাতীয়

জোয়াগ ইউনিয়ন মাদকের আখড়া,প্রসাশনের ভূমিকা প্রশ্ন বিদ্ধ,এমপি মহদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনগণ ।

জোয়াগ ইউনিয়ন মাদকের আখড়া,প্রসাশনের ভূমিকা প্রশ্ন বিদ্ধ,এমপি মহদ্বয়ের হস্তক্ষেপ কামনা। 

সম্পাদকীয় কলামঃ

চান্দিনার ১৩নং জোয়াগ ইউনিয়নে অহেতুক প্রতিহিংসামূলক ভাবে যে কোন সম্মানিত স্বাধীন বাংলাদেশের নাগরিক কে প্রভাবশালী ও রাজনৈতিক এবং প্রতিশোধ ও মানসম্মানহানী করার জন্যে পুলিশ প্রশাসন কে অসৎ উপায়ে মাদকদ্রব্য রিকোভারি দিয়ে এবং সন্দেহজনক অসৎ উপায়ে হয়রানি না করার জন্যে চান্দিনা উপজেলা সংলিষ্ট আইন প্রয়োগকারী পুলিশ প্রসাশন কে দৃষ্টি আকর্ষণ করেন সম্পাদক ওমর ফারুক। 

 

ওমর ফারুক বলেন এক বার্তায় বলেন বর্তমান চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তি ও মাদকের গডফাদার ও স্থানীয় প্রভাবশালী আমলা পুলিশ প্রশাসন কে মাদক রিকোভারি দিয়ে এবং ভূল বুজিয়ে টাকা কামানোর প্রন্থা হিসেবে এমন অনৈতিক অমানুষিক ব্যাবসা হিসাবে চালু করেছে যা অত্যান্ত দুঃখজনক,এমন অপশক্তির অনৈতিক কাজ কে পুলিশ প্রশাসন প্রত্যাক্ষান করে এবং ঘৃণাকর অসৎ ব্যাক্তিদের কে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান,এবং দৃষ্টি আকর্ষণ করেন চান্দিনার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এবং জোয়াগ ইউনিয়ন পুলিশ ইনচার্জ মহদ্বয়গণ কে,আপনারা জনগণের কল্যানে কাজ করবেন এবং অসৎকর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখবেন এবং কোন ব্যাক্তি বিশেষ দ্বারা প্রভাবিত হবেনা এমনটি তিনি আস্থা ও বিশ্বাস করেন এবং জোয়াগ ইউনিয়ন কে মাদকের হাত থেকে জনগন কে বাঁচানোর আহবান জানান। 

 

 তিনি বলেন বর্তমানে জোয়াগ ইউনিয়নের দেওকামতার সুবিদপুর,কৈলাইন লক্ষিপুর আমলকি,নোয়াগাঁও, দঃ জোয়াগ ওরাইন,ধেররা,মাদকের রমরমা ব্যাবসা চলছে যা নির্মূল করে সুন্দর মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চান্দিনার প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ নেওয়ার বিনীতভাবে আহবান করেণ। 

 

 

 

 

 

    

Close