চান্দিনাজেলার খবর

চান্দিনায় প্রান্তিক জনগোষ্ঠীর ৩ দিন ব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন,চান্দিনা

চান্দিনায় প্রান্তিক জনগোষ্ঠীর ৩ দিন ব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন,চান্দিনা উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ৪০ জন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে উক্ত কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান খান। 

কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার। 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৪০ জন  অংশগ্রহণ করেন।

 

Close