শিক্ষাঙ্গন
নিমসার জুনাব আলী কলেজ ছাত্রী’কে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবী

নিমসার জুনাব আলী কলেজ ছাত্রী’কে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবী
_________________________
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অত্র কলেজের সহপাঠী ও শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১ টা হতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, , কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেয়। এই কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীকে নানাভাবে হুমকি দেন তিনি । এ ঘটনা জানাজানি হলে কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াসিন আহমেদ বলেন, “আমাদের এক সহপাঠীকে প্রিন্সিপাল স্যার ফেসবুকে অশ্লীল কথা বলছে। এই ঘটনার পর হতে প্রিন্সিপাল স্যারের স্ত্রী’সহ অনেকেই তাকে নানা ভাবে হুমকি দিচ্ছে। তাকে কলেজ থেকে টিসি দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। আমাদের দাবি ওনাকে পদত্যাগ করতে হবে এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করব “।
আন্দোলনরত ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী আমেনা আক্তার বলেন, “আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের এক সহপাঠীকে বাজে কথা বলেছে। আমরা ওনার পদত্যাগ চাই। আমাদের সুরক্ষিত রাখার দায়িত্ব ওনার কিন্তু উনি নিজেই যদি এমন করে তাহলে আমরা কিভাবে কলেজে আসবো পড়াশোনা করব ।”
ভুক্তভোগী শিক্ষার্থী জানান ” কলেজের অধ্যক্ষ স্যার সামাজিক যোগাযোগের মাধ্যম মেসেঞ্জারে আমাকে খারাপ কথা বলে, এরপর আমি স্যারর আচরণের কথা কলেজের শিক্ষার্থী আমার বন্ধুদের বললে উনি আমাকে এসব কথা ফাঁস করতে না করেন। উনি আমাকে উপবৃত্তি দিবে বলে, কলেজে ফ্রি পড়ানো সহ নানা প্রলোভন দেখায়। উনি আমার কাছে বাজে ছবি চায় এবং নিজের বাজে ছবিও আমাকে পাঠায়। এরপর উনি আমাকে বলেন এসব কাউকে বললে কলেজে পড়াশোনা বন্ধ করে দেবেন”।
এদিকে, এই ঘটনার বিচার দাবিতে সকাল ১১ টা হতে কলেজে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি





