চান্দিনা
কুমিল্লায় রেজভীয়া তালিমুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরা পালিত

কুমিল্লায় রেজভীয়া তালিমুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরা পালিত
।। মো. আবদুল বাতেন ।।
কুমিল্লায় রেজভীয়া তালিমুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরা পালিত হয়। এ উপলক্ষে মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ এর রেজভীয়া তালিমুস সুন্নাহ ফাউন্ডেশন এর আয়োজনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা’ শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সৈয়দপুরে হোটেল নূর মহলে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন- মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের পীর মুফতী নাজিরুল আমিন রেজভী।
এতে আনোয়ারুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- ওয়াকফ আস সানাদ এর কান্ট্রি ডিরেক্টর মাও. হাফেজ শহীদুল ইসলাম, মোঃ ইউনুস মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- মাও. এম.এ মবিন আনোয়ারী, মুফতী জসিম উদ্দিন মোজাহিদী, মুফতী ইবরাহীম খলিল, মুফতী আলী শাহ, মুফতী আলমগীর হোসাইন, মাও. আবু ইউসুফ, মুফতী গোলামে আকবর, মাও. হুমায়ুন কবির, মাও. মিজানুর রহমান, মুফতী আহমাদ রেজা, মাও. হাবিবুর রহমান, মাও. মাইনুল হোসেন, মাও. আবদুল হাকিম, মুফতী খাইরুল বাশার হাক্কানী।
বক্তারা বলেন- ‘আমাদেরকে আহলে বাইত নবী পরিবারকে ভালোবাসতে হবে।এতে ঈমানের পূর্ণতার স্বাদ পাবো। আহলে বাইত এর আদর্শ অনুসরণ করে জীবন প্রণালী পরিচালনা করলে ইহকালীন শান্তি ও পরকালে নাজাতের পথ সুগম হবে। শোহাদায়ে কারবালায় ধৈর্যধারন, ত্যাগ, নবীপ্রেম ও ন্যায়-সত্যের পথে অটল অবিচল থাকার শিক্ষা নিজে জীবনে প্রতিফলিত করে। প্রিয় নবীজী সুমহান আদর্শ ও সাহাবায়ে কেরামগণের পদাংক অনুসরণ করা মুসলিম হিসেবে ঈমানী দায়িত্ব। তাহলে পরিবার -সমাজে শান্তি বিরাজ করবে। ব্যক্তি জীবন হবে সুখীময়। তাতে সারা দেশ থেকে ভক্ত মুরিদান অংশ গ্রহণ করে।
পরে মিলাদ কিয়াম দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।





