চান্দিনা

চান্দিনায় প্রশিক্ষিত মহিলাকে সেলাই মেশিন বিতরণ

চান্দিনায় প্রশিক্ষিত মহিলাকে সেলাই মেশিন বিতরণ

 

।।মো. আবদুল বাতেন।।

কুমিল্লার চান্দিনায় প্রশিক্ষিত মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে অর্গানাইজেশন অব প্রেক্টিশিং উইজডম এন্ড রেনোভেশন (জ্ঞান চর্চা ও পুনঃসংস্কার সংগঠন) এর উদ্যোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের একজন প্রশিক্ষিত অসহায় মহিলাকে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে একটি সেলাই মেশিন বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা আক্তার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন ভুইয়া, সংগঠনের সহ-সভাপতি ও মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব হাসান সরকার, চান্দিনার মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহছিনা আক্তার, খিদমা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যাবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন সবুজ খান, সংগঠন কর্তৃক পরিচালিত স্কুলের শিক্ষক তাসলিমা, স্বেচ্ছাসেবক ফয়সাল আহমেদ প্রমুখ।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে আসছে।

Close