চান্দিনাজাতীয়রাজনীতি

“নেতা হতে চাইলে এই গাছটির মতো মনকে বিশাল করো_মোঃ জসিম উদ্দিন।

“নেতা হতে চাইলে এই গাছটির মতো মনকে বিশাল করো_মোঃ জসিম উদ্দিন। 

 

 

 

“নেতা হতে হলে,নেতৃত্ব দিতে চাইলে,একজন আরেকজনকে সম্মান দিতে হবে“

 

 

 

নেতা শব্দটি আজ আমরা যেখানে সেখানে ব্যবহার করি। নেতা শব্দটি ছোট্ট হলেও এর গুরুত্ব ও তাৎপর্য কিন্তু অনেক বিশাল।

 

নেতা হতে চাইলে এই গাছটির মতো মনকে বিশাল করো। এই গাছটি যদি নেতা হয়, তাহলে গাছের নিচে বসে আছে যারা ওরা হচ্ছে নেতা তৈরী করার কারিগর। নেতা হতে হলে কর্মীদের স্নেহ, মায়া, মমতা, ও বিশ্বাস করতে হবে। সেই নেতা হতে পারে, যে কর্মীদেরকে বুকে আগলে রাখবে, আশ্রয় দিবে, ছায়া দেবে এবং ভালো ব্যবহার করবে। নেতা হতে হলে কর্মীদের সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। নেতার নেতৃত্বের গুণের উপর দলের সাফল্য নির্ভর করে। নেতা হতে হলে, নেতৃত্ব দিতে চাইলে, একজন আরেকজনকে সম্মান দিতে হবে। একজনের কাছে অন্য জনের মূল্য বোধ থাকতে হবে। তাহলেই আপনি নেতা হতে পারবেন। আর তা না হলে, সারা জীবন পদ পদবীর নাম বয়ে বেড়াবেন, কিন্তু নেতা হতে পারবেন না।

 

গাছটির মধ্যে নেতার ছবি দেখতে পেলাম,পরিশেষে সবাই কে ধন্যবাদ জানান যুব সমাজের অহংকার,চান্দিনা গনমানুষের নেতা জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের বিশস্ত ভ্যানগার্ড,রাজপথের লড়াকু সৈনিক,চান্দিনা উপজেলার যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মোঃ জসিম উদ্দিন,এবং তিনি সবাইর কাছে দোয়া ও সমর্থন চান। 

Close