জেলার খবর

কুমিলায় র‌্যাব এর ভেজাল বিরোধী ঝটিকা অভিযানে ১জনের ৬ মাসের জেল ও জরিমানা

কুমিলায় র‌্যাব এর ভেজাল বিরোধী ঝটিকা অভিযানে ১জনের ৬ মাসের জেল ও জরিমানা

 

 

কুমিল্লার লালমাইয়ে র‌্যাবে-১১’ সিপিসি-২ এর ঝটিকা অভিযান। ১টি ভেজাল সয়াবিন তেল কারখানা ও লালমাই বাজারের জননী মিষ্টি  দোকানের (৫০+২০) ৭০হাজার টাকা জরিমানা।  ৯০ কেজি বাসী মিষ্টি জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়াও অপর একটি ভেজাল সয়াবিন তেল কারখানার মালিক পলিয়ে যাওয়ায় কারখানাটি সিলগালা করা হয় । এসময় জেলার মুরাদনগর উপজেলার বাসীন্দা  দেলোয়ার হোসেন (৩৫) নামে এক কর্মচারীকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রামভ্রাম্যমাণ আদালত।

 

কুমিল্লা র‌্যাব ১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহ পুলিশ সুপার প্রণব কুমার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান  লালমাই উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ইয়াসিন আরাফাত  আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত  এ অভিযান পরিচালনা করেন। 

 

কুমিল্লায় নিয়মিত ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমার।

 

 

 

Close