চান্দিনা

চেয়ারম্যান সেলিম প্রধান ও ছাত্রলীগের মহিউদ্দীনের নেতৃত্বে হ্যালো-৫১ সেচ্ছাসেবী টিম গঠন।

করোনায় মৃতদের দাফন ও সৎকার

চেয়ারম্যান সেলিম প্রধান ও ছাত্রলীগের মহিউদ্দীনের নেতৃত্বে হ্যালো-৫১ সেচ্ছাসেবী টিম গঠন।

সমগ্র পৃথিবীর মতো বাংলাদেশেও মহামারী আকারে দেখা দিয়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সংক্রমিত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। এ অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণ মানুষ বিরত থাকছে করোনায় মৃতদের দাফন ও সৎকার থেকেও। দেখা দিচ্ছে নানা বিপত্তি। এমন অবস্থায় প্রতিটি এলাকাতেই এগিয়ে এসেছেন অনেকেই। নিয়ম মেনেই নিজ দায়িত্বে অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত স্যারের নির্দেশক্রমে হ্যালো-৫১ সেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলায়।

“হ্যালো-৫১ সেচ্ছাসেবী টিম” টির সার্বিক পরিচালনায় আছেন জনাব শাহ মোঃ সেলিম প্রধান -(চেয়ারম্যান মাইজখার ইউনিয়ন পরিষদ),এবং জনাব মোঃ মহিউদ্দীন (সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, চান্দিনা উপজেলা) সহ সংশ্লিষ্ট অনেক নেতৃবৃন্দ।

মৃতদের দাফন-কাপন ছারাও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা, খাদ্যসামগ্রী সহ সকল ধরনের সেবায় থাকবে হ্যালো-৫১ সেচ্ছাসেবী টিম।

চান্দিনার যে কোনো তরুন যুবক চাইলে যে কোনো সময় মানব সেবার লক্ষ্যে, এক মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে যুক্ত হতে হতে পারেন “হ্যালো-৫১ সেচ্ছাসেবী টিমটির” সাথে

মহামারীর এই সময়ে তাদের এই মহৎ কার্যপ্রণালীকে স্বাগতম যানিয়েছেন চান্দিনার অনেক বিশেষ ব্যাক্তিবর্গ।

Close