চান্দিনা

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

 

আকিবুল ইসলাম হারেছঃ

 

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দেলোয়ার হোসেন মজুমদার (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১২ জন।

 

রবিবার (৩১ জুলাই) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহত দেলোয়ার হোসেন মজুমদার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পশ্চিম পরকোট গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে।

 

জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘হিমালয় এক্সপ্রেস’ নামের একটি বাস চান্দিনার কুটুম্বপুর স্টেশন এলাকা অতিক্রম করে তীরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী দেলোয়ার হোসেন নিহত হন। এসময় আহত হয় অন্তত ১২ জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker