দাউদকান্দি

কু‌মিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার খাদে পড়ে নাতিসহ দাদা-দাদী নিহত

কু‌মিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার খাদে পড়ে নাতিসহ দাদা-দাদী নিহত।

 

কু‌মিল্লা প্র‌তি‌নি‌ধি ,০৭জুলাই ২০২০।

 

কু‌মিল্লার দাউদকান্দি-শ্রীরায়েরচর সড়কের কাজিরকোনা এলাকায় মঙ্গলবার ভো‌রে একটি  প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাতিসহ দাদা-দাদী নিহত এবং ২ জন আহত হয়েছে।

 

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, দাউদকান্দি বলদাখাল- শ্রীরায়েরচর সড়কের কাজিরকোনা এলাকায় নারায়নগঞ্জের কাচঁপুর  থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার (ঢাকা- মেট্রো গ-৩৩-৯২১০) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত এবং ২ জন আহত হয়।

 

নিহতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারী বাড়ির সিরাজ মিয়া (৭৫), জাহানারা বেগম (৬৫) এবং আবু বকর সিদ্দিক ওরফে সীমান্ত (১২)। নিহত এবং আহতরা একই পরিবারের সদস্য।

 

আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি)  মো: রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker