শিক্ষাঙ্গন

কেশেরা নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা”র নব নির্মিত ভবনের জন্য বিপুল অর্থের প্রয়োজন

প্রিয় সুধীবৃন্দ,

আচ্ছালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ।

 

আপনারা সকলে অবগত আছেন যে“কেশেরা নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা”র নব নির্মিত ভবনের বেইস, বীম্, পিলারের নির্মান কাজ অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছ।

 

আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম যে ঈদের পরেই ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ্।

যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আগামী মাসের মধ্যে কাজ শুরু করা হবে,তাই বিপুল অর্থের প্রয়োজন সবাইকে কে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

 

আল্লাহ্ তা’য়ালা যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন।আমীন।

 

💷আর্থিক সহযোগিতা পাঠানোর মাধ্যম হলো⤵️

 

📱মাদ্রাসা’র বিকাশ➡️01875-530353

🏦মাদ্রাসা’র অ্যাকাউন্ট নাম্বার➡️0401120130463

গল্লাই শাখা”আল-আরাফা ইসলামী ব্যাংক চান্দিনা,কুমিল্লা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker