কুমিল্লা সদর দক্ষিণ

বরুড়া আজ নতুন করে আক্রান্ত ৬ জন

বরুড়া আজ নতুন করে আক্রান্ত ৬ জন

নিজস্ব বার্তাঃ আজ রবিবার (২১জুন)  বরুড়া উপজেলায় ৬ জন করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ছয়জন হলেন, ফিরোজ আহমদ (মন্দুক), খোদেজা বেগম (তলাগ্রাম), আবুল হাসেম (বরুড়া), আবুল হাসেম (নবীপুর), তানিয়া আক্তার (বরুড়া থানা) ও ইসমাইল হোসেন (বড় ভাতুয়া)।

এই নিয়ে বরুড়া উপজেলা মোট  ৮০ জন করোনা আক্রান্ত।

Close