অপরাধ

বরুড়ার ছোট বারেরা গ্রামে মৎস্য ফিসারীতে বিষ দিয়ে মাছ নিধন

বরুড়ার ছোট বারেরা গ্রামে মৎস্য ফিসারীতে বিষ দিয়ে মাছ  নিধন

 

মোঃ শরীফ উদ্দিনঃ

কুমিল্লার বরুড়ার ছোট বারেরা গ্রামে মৎস্য ফিসারীতে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে।

বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ছোট বারেরা গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ ইমান হোসেন বেকারত্ব দূর করতে এলাকাবাসী ও বিভিন্ন এনজিও সংস্থার সহযোগীতায় অর্থ সংগ্রহের মাধ্যমে, আত্মকর্ম সংস্থানের লক্ষে অন্যের জমি লিজ নিয়ে দীর্ঘ দিন যাবত মৎস্য ফিসারীতে মাছ চাষ করে আসছে। গত ২১ জুলাই দিবাগত রাতে দুষ্কৃতকারীরা ইমান হোসেন’র ফিসারিতে বিষ দিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি করে। পরদিন সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারে ফিসারিতে মৃত মাছ ভেসে উঠে আসছে, যা বেলা বাড়ার সাথে সাথে ফিসারির প্রায় ১০ লক্ষ টাকার মৃত মাছ ভেসে উঠে। এলাকা বাসির সহযোগিতায় কিছু মাছ সংগ্রহ করা গেলেও পঁচা ও দুর্গন্ধ হওয়ায় প্রায় ১০ লক্ষ টাকার মাছ ভ্যাসতে যায়। সরেজমিনে দেখা যায় তার পরিবার ও এলাকা বাসীর আহাজারি ও কান্নার রোল। এতে ইমান হোসেন উপজেলা প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা সহ পুনর্বাসন ও মৎস্য খাদ্য ব্যবসায়ীদের বকেয়া পরিশোধে সহযোগিতার প্রার্থনা জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান আনাস জানান ইমান হোসেন বহু কষ্ট করে ধার দেনা করে মৎস্য প্রজেক্টটি শুরু করেছেন গতকাল রাতে দুষ্কৃতকারীরা বিষ দিয়ে পুকুরের মাছ গুলো ধ্বংস করায় তার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তদন্ত সাপেক্ষে দোষিদের বিচারের আওতায় আনার দাবী জানান এবং প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker