চান্দিনা
তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রামমোহন বাজারে ১০০ দোকানে ভাংচুর। লুটপাট প্রায় ১০ লক্ষ টাকা।।

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রামমোহন বাজারে ১০০ দোকানে ভাংচুর। লুটপাট প্রায় ১০ লক্ষ টাকা।। ২৫ মে ২০১৯ ইং রোজ শনিবার পানিপাড়া ও গোপালনগরে ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে প্রায় ১০০ দোকান ভাংচুর ও লোপাট করা হয়েছে।। প্রায় ১০ লক্ষ টাকার মাল লোপাট হয়েছে।। রয়েল শপ থেকে ল্যাপটপ, মনিটর, ডিএসএলার ক্যামা, নগদ টাকা, দোকানের ট্যাব ও মালামাল লোপাট করে দূষ্কৃতিকারীরা।। এছারা ও ইউনুস সরকার, জাহানারা ফার্মেসি, আব্দুল্লাহ ফার্মেসি সহ সবগুলা বড় দোকানে হামলা হয়েছে।।
পরিস্থিতি নিয়ন্রনো পুলিশ রবার বুলেট নিক্ষেপ করেছে।।





