চান্দিনা
চান্দিনায় ঈদ উপলক্ষে বিশ সহস্রাধিক পরিবারে ভিজিএফ চাল বিতরণ

চান্দিনায় ঈদ উপলক্ষে বিশ সহস্রাধিক পরিবারে ভিজিএফ চাল বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ২০ সহস্রাধিক পরিবারে ২শত ৭ মেট্রিকটন ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলার ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত এম.পি।
এ উপজেলার ১৩টি ইউনিয়ন ১৭হাজার ৬শত ১০ পরিবার ও পৌরসভা এলাকায় ৩ হাজার ৮০ সুবিধাভোগী পরিবারের মধ্যে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, বিভিন্ন ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





