চান্দিনাজাতীয়

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। তার বিরুদ্ধে ২০০৭ সালে ২ কোটি ৯৫ লাখ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪ কোটি ৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।  

আজ বৃহস্পতিবার বর্তমান এলডিপি নেতা রেদোয়ান আহমেদ আদালতের কাছে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। শুনানি শেষে, ঢাকা মেট্রোপলিটন স্পেশাল জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ বিচারক কে এম ইমরুল কায়েশ জামিনের আবেদন মঞ্জুর করেন।

বিচারক আগামী ১৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

চলতি বছরের ৯ মে হাইকোর্ট রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে এবং তাকে নিম্ন আদালতের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker