চান্দিনা
মনোনয়ন ফরম জমা দিলেন আ’লীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার

মহিচাইল ইউপি নির্বাচনঃ
মনোনয়ন ফরম জমা দিলেন আ’লীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার
আকিবুল ইসলাম হারেছঃ
আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৪নং মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবু মুছা মজুমদার।
মঙ্গলবার(২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মোঃ আহসান হাবীবের কাছে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মফিজুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আ.মান্নান ডিলার,আব্দুল আউয়াল,আইয়ুব আলী মাষ্টার,আবুল কালাম আজাদ, হান্নান মজুমদার সহ অন্যান্যরা।
মনোনয়ন ফরম জমা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় মহিচাইল ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।





