চান্দিনা
সন্ত্রাসী,চাঁদাবাজি,মাদক মুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে মোঃ ইমরান মুন্সী চেয়ারম্যান পদে লড়বেন।

সন্ত্রাসী,চাঁদাবাজি,মাদক মুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে মোঃ ইমরান মুন্সী চেয়ারম্যান পদে লড়বেন।
নিউজ ডেক্সঃ শুহিলপুর প্রতিনিধি। কুমিল্লা চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেপুটি স্পিকার,জাতীয় নেতা,বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি চান্দিনার আগামীর অবিভাবক বিশিষ্ট শিল্পপতি, যুবসমাজের জনপ্রিয় নেতা জনাব মুনতাকিম আশরাফ টিটু র বিশ্বস্ত আস্থাভাজন চান্দিনার ১ নং শুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সদস্য ক্লীনইমেজ খ্যাত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সৎ নিষ্ঠাবান, গরীবের শেষ আশ্রয়স্থল জনাব মোঃ ইমরান মুন্সী আসন্ন চান্দিনা উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ইমরান মুন্সী বলেন,আমি ১ নং শুহিলপুর ইউনিয়ন কে সন্ত্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত সহ বাল্যবিবাহ ও বিচারের নামে নিরহ জনগণ কে নিঃস্ব মুক্ত ও আধুনিক একটি উন্নত মডেল ইউনিয়ন পরিষদ গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী হতে নিজেকে প্রস্তুত করেছি,ইনশাআল্লাহ আমার বিশ্বাস মাননীয় এমপি মহোদয় ও আওয়ামীলীগের নীতিনির্ধারকেরা তা বিবেচনা করে দেখবেন।আমার কোন চাওয়া পাওয়া যাবে শুধুমাত্র বাকি জীবন শুহিলপুর ইউনিয়ন জনগণের পাশে থেকে সেবক হয়ে সেবা দিতে চাই।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরান হোসেন বিগতদিনে ১ নং শুহিলপুর ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়াছেন এবং করোনা কালীন সময়ে তার নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন,তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের মাঝে জনপ্রিয়তা বেড়েছে যা ঈর্ষানীয়।
১ নং শুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জনাব মোঃ ইমরান মুন্সী চান্দিনা সহ ১ নং শুহিলপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চান।