অপরাধ

নগরীর দক্ষিণ চর্থা থেকে ৭২ কেজি গাঁজা সহ আটক মাদক কারবারি আলবি

নগরীর দক্ষিণ চর্থা থেকে ৭২ কেজি গাঁজা সহ আটক মাদক কারবারি আলবি

ডেস্ক রিপোর্ট ;
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় রিক্সাগ্যারেজ থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মুকছুদুল হক আলবি (২৬) নামে একজন কে (২৬) আটক করা হয়েছে।
আটক হওয়া মুকছুদুল হক আলবি নগরীর মনোহরপুর এলাকার মৃত. মনিরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেত্বতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ কাইছার হামিদ, এসআই মোঃ আব্দুস সাত্তার, মোঃ মফিজুল ইসলাম খান,সমির গুহ, এএসআই বিষ্ণু কুমার রায় সঙ্গীয় ফোর্স নগরীর দক্ষিণ চর্থা রিক্সা গ্যারেজ রোড জনৈক মোঃ আবুল কালামের ৬ ষ্ঠ তলা বসত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে মোস্তাফিজুর রহমানের খালি প্লট হতে ৭২ কেজি গাঁজাসহ মুকছুদুল হক আলবিকে আটক করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker