জাতীয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও শিল্পকলা একাডেমি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও
শিল্পকলা একাডেমি।
৭ জুন ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ, ঔষধ ও সার্জিক্যাল সামগ্রী সরবরাহ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সংগঠনের প্রচার ও দপ্তর সেল উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিদ্বগ্ধদের পাশে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের নিকট সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ, নগদ অর্থ ও সার্জিক্যাল সরঞ্জাম প্রদান করেন।
দুপুর ১২টায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
বেলা ১টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রচার ও দপ্তর সেলের উদ্বোধন শেষে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা করেন নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বোখারী আজম, জাতীয় পরিষদ সদস্য মনিরুজ্জামান পামেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, অ্যাড. তসলিম উদ্দীন, মনোয়ার জাহাম মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য ও প্রচার সম্পাদক তাসাদ্দেক নূর চৌধুরী তপু সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লেখক
অ্যাড. মোঃ মনির হোসেন
উপ দপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker